প্রসূতির অপ্রয়োজনীয় সিজার বন্ধে হাইকোর্টে রিট
প্রসূতির অপ্রয়োজনীয় সিজার বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘সেভ দ্য চিলড্রেন সম্প্রতি বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গত দু’বছরে শিশু জন্মের ক্ষেত্রে সিজারিয়ানের হার বেড়েছে ৫১ শতাংশ। এতে বাবা-মায়ের সন্তান জন্মদানে ব্যাপক পরিমাণে খরচের ভার বহন করতে হচ্ছে। এটি রীতিমতো ভয়াবহ তথ্য।’
তিনি বলেন, ‘প্রতিবেদনে প্রয়োজন ছাড়াই এদেশে সিজার করার কথা উল্লেখ করা হয়েছে। এজন্য জনস্বার্থে প্রতিবেদনটি সংযুক্ত করে প্রয়োজন ছাড়া সিজারিয়ানের কয়েকটি স্বাস্থ্যঝুঁকি এবং অর্থ খরচ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।’
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বিএমডিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলেও জানান সমাজের নানা অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে জনপ্রিয় হওয়া এই আইনজীবী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন