রিকশা চালকদের চায়ের দাওয়াত দিলেন মেয়র খোকন
বৈধ ও লাইসেন্সধারী রিকশা চালকদের নগর ভবনে চায়ের দাওয়াত দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে নগরীর সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মত রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা।
সকাল সাড়ে ৮টা থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার কয়েক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করছে রিকশাচালকরা। এসময় তারা সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়।
গুরুত্বপূর্ণ এই সড়কের বড় একটি অংশ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন