স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে খালেদার লিগ্যাল নোটিশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ এনে স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনী নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার স্বাক্ষরসহ ওকালতনামা চেয়ে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারেন্টেন্ড বরাবর এ নোটিশ পাঠানো হয়।
৪৮ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার কাছে কারা কর্তৃপক্ষ ওকালতনামা সরবরাহ করছে না। বার বার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। কারাগারে থাকা অন্য সব বন্দী ওকালতনামায় সই করতে পারলে সাবেক প্রধানমন্ত্রীকে কেন দেওয়া হবে না? ওকালতনামায় সই করতে না দিয়ে তার সাংবিধানিক ও আইনগত অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন