পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণ সতর্কতা জারি
ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কায় সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোয় ভ্রমণে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এসব পর্যটন কেন্দ্রে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত করতে দু’দিনের সতর্কতা জারি করা হয়েছে।
খাগড়াছড়ি সদরের পানিবন্দি লোকজন ঘরে ফিরতে পারলেও দীঘিনালার শতাধিক পরিবার এখনও পানিবন্দি। উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগে কাজ করা হচ্ছে।
গত কয়েক দিনের প্রবল বর্ষণে খাগড়াছড়ি সদরের মধুপুর বাজার, জিরোমাইল, পানছড়িসহ বেশ কয়েকটি স্থানে সড়ক, কালভার্ট ও কৃষি জমির চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন