জামিনে বেরিয়েই ধর্ষণের শিকার নারীকে পুড়িয়ে মারার হুমকি
চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটক আসামি মমিন মিজি কারাগার থেকে জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদি ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ধর্ষণকারীর ভয়ে মামলায় বাদী রিনু বেগম ও তার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এই ঘটনায় মামলার বাদি ও ধর্ষিতার মা রিনু বেগম পুলিশের সহযোগিতা চেয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের উত্তর দাসদী গ্রামে ফজলুর রহমান মিজির ছেলে মমিন মিজি (৩১) কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধরে নিয়ে যায়। এরপর মমিন মিজির বোন শিপু বেগমের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ধস্তাধস্তির আওয়াজ শুনে আশেপাশের লোকজন এসে ধর্ষণকারীকে আটক করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষণকারী মমিন মিজিকে আটক করে থানায় নিয়ে আসে।
গত ১৭ই জুলাই জামিনে বেরিয়ে এসে লম্পট মমিন মিজি পুনরায় বাদী ও ধর্ষিতাকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন