২৪ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে প্রাণ গেছে আরো ৬ জনের। ঢাকা মেডিকেলে শিশু ও নারীসহ দুই জন এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন ৬ মাসের এক অন্তঃসত্ত্বা নারী। অন্যদিকে, মাদারীপুর, কুমিল্লা ও খুলনায় দুই নারীসহ মারা গেছেন তিনজন ডেঙ্গু রোগী।
এদিকে, দেশের বেশ কয়েকটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট থাকলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সংকট সমাধানে চার লাখ বোতল কিট আনা হয়েছে।
আতঙ্কের ডেঙ্গু যেন প্রতিনিয়তই দেখাচ্ছে তার ভয়ংকর রূপ। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা ঠিক তেমনি দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতাল। সোমবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান শারমিন আক্তার নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। শারমিনের গ্রামের বাড়ি জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায়।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮৩ জন। একই সময়ে ছাড়পত্র নিয়েছেন ৩০৮ জন রোগী। মাদারীপুরের শিবচরে পোশাক শ্রমিক রিপন হাওলাদারের বাড়িতে চলছে শোকের মাতম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাজধানী থেকে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে নিজ বাড়ি রাজারচর গ্রামে যান তিনি। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার কাটানিসা গ্রামে আনোয়ার হোসেন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায় সে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়লেও ডেঙ্গু পরীক্ষার কিট সংকটের অভিযোগ রয়েছে নীলফামারী ও যশোরে।
এছাড়া ঝিনাইদহ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন