ডেঙ্গুতে প্রাণ হারালেন ঢাবি’র আরেক শিক্ষার্থী
দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু কেড়ে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থীর প্রাণ। তার নাম রিফাত হোসেন। তিনি সমুদ্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে।
রবিবার বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখনো চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। রিফাত হাসপাতালে ভর্তির পর থেকেই আমরা নিয়মিত খোঁজখবর নিয়েছি। ডাকসুও সহযোগিতা করেছে।
প্রক্টর জানান, রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতারে ভর্তির হার কিছুটা কমলেও এখনো প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রবিবারও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্র এবং নোয়াখালীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন