নাটোরে পুলিশের গাড়ি-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত
নাটোরের বড়াইগ্রামে পুলিশের গাড়ির সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় বড়াইগ্রাম সার্কেলের এডিশনাল এসপিসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার মহিষভাঙ্গা চৌরাস্তা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী মুন্সীগঞ্জ সদরের কাছারিঘাট গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। যাত্রী নামিয়ে তিনি খালি মাইক্রোবাস নিয়ে মুন্সীগঞ্জ ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে পুলিশসূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ সরকারি গাড়িতে করে পেশাগত কাজে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।
পথে মহিষভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা ওই মাইক্রোবাসের সঙ্গে পুলিশের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক শাহজাহান নিহত হন। দুর্ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পুলিশের গাড়িটির চালক কনস্টেবল মোবারক হোসেন ও দেহরক্ষী ইব্রাহিম খলিল।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে বনপাড়ার আমেনা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন