পিএইচডি ডিগ্রিধারী রাইসা আনসারি এখন ফুটপাতের ফল বিক্রেতা!
করোনাভাইরাসের কারণে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফুটপাতে ফল বিক্রি করছেন রাইসা আনসারি নামের এক নারী। তার ঝরঝরে ইংরেজি বলা দেখেও অবাক হচ্ছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ৩৬ বছর বয়সী রাইসা ভারতের ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়াল সায়েন্সের ওপর পিএইচডি করেন। তিনি ২০০৪ সালে পিএইচডির জন্য রেজিস্ট্রেশন করেন আর ২০১১ সালে তার পিএইচডি সম্পন্ন করেন। মাঝখানে তিনি একটি বিদ্যালয়ে অধ্যাপনার চাকরিও করেন।
সম্প্রতি ইন্দোর পৌরসভার লোকেরা রাস্তার ধারে ফল বিক্রি করতে বাধা দেয় তাকে। এসময় তিনি ঝরঝরে ইংরাজিতে প্রতিবাদ করেন, যা দেখে অবাক হয়ে যায় মানুষ।
ইংরেজিতে তিনি বলেন, ‘বাজার বন্ধ। খদ্দের নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল বিক্রি করি। কিন্তু পৌরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছে না।’
পিএইচডি করেও কেন ফল বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে রাইসা বলেন, ‘আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে এই সময়?’
তিনি অভিযোগ করে বলেন, ‘ভারতে মনে করা হয়- মুসলিমদের জন্য করোনাভাইরাস ছড়িয়েছে। আর যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনো কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন