আবদুল হাই ইদ্রিছী’র কবিতা “বিদ্যানিকেতন”

বিদ্যানিকেতন
-আবদুল হাই ইদ্রিছী


পৃথিবী একটা আশ্চর্যান্বিত বিদ্যানিকেতন
আমি প্রতিনিয়ত এখান থেকে
প্রচুর শিক্ষা পাই,
মানুষের কাছে
মাটির কাছে
গাছের কাছে
ফুলের কাছে
ফলের কাছে
পাখির কাছে
এখানে সব কিছুতেই শিক্ষা আছে
কিন্তু ক’জন তা গ্রহণ করতে পারছে?

তুমি কী এখান থেকে শিক্ষা নিতে চাও?
তবে মানবতার কাছে হারিয়ে যাও,
মানুষের তরে বুকের দরোজা খুলে দাও।

তাতে তোমার মাথার ঘামে পা ভিজবে
দেহ থেকে তরতাজা রক্ত ঝরবে
বুক ফেটে চৌচির হবে,
তুমি চিৎকার চেচামেচি করতে পারবে না
বুকের ব্যথা মুখ খুলে বলতে পারবে না,
শিক্ষাকে স্বার্থ ভেবে তোমাকে হাসতে হবে।

এটুকু পারলেই তুমি হয়ে যাবে বিদ্যাসাগর
এটুকু পারলেই তুমি হয়ে যেবে অমূল্য-আগর।