করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল ভারতে
ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
রবিবার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৭০ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে মোট ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন। সুস্থ ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯১ জন। মারা গেছে ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন শনাক্ত হয়েছে।
মারা গেছে ১ লাখ ৯২ হাজার ৮১৮ জন। সুস্থ ৩৭ লাখ ৭ হাজার।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৩ হাজার।
রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ২০ হাজার ৩১০ জন রোগী শনাক্ত হয়েছে।
মারা গেছে ১৭ হাজার ৭৫৯ জন।
মেক্সিকোয় শনাক্ত রোগী ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক ওপরে দেশটি। এখন পর্যন্ত ৬৭ হাজার ৩২৬ জন মারা গেছে সেখানে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন