বেনাপোলে ফল আমদানি বন্ধ, কাস্টম জটিলতা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/10/Benapol-বেনাপোল-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেনাপোল দিয়ে ফল আমদানী বন্ধ করে দিলো ব্যাবসায়ীরা। কাষ্টম হাউজের নতুন নিয়ম, অনিয়ম সহ নানান কারণে ভারত থেকে আপেল, কমলা ও বেদানা সহ বিভিন্ন কাঁচা ফল আমদানি বন্ধ করেছে আমদানি কারকরা।
রবিবার সারাদিন ভারত থেকে কোনো ফল আসেনি। ওদিকে, পেট্রাপোল বন্দরে অর্ধশতাধিক ফল বোঝাই ট্রাক আটকে রয়েছে।
আমদানি কারক রয়েল এন্টার প্রাইজের রফিকুল ইসলাম রয়েল জানান, ভারত থেকে ফল আমদানীতে নতুন নিয়ম চালু করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। ফলের সাথে আসা কার্টুনের ওজন ও শুল্ক দিতে বলছে তারা। নতুন নিয়মে ফল আনলে লোকসান গুনতে হবে ব্যাবসায়ীদের। তারা আমদানী বন্দ করেরদিয়েছে।
ভোমরা বন্দরে-টিয়ার সুবিধা থাকায় ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি শুরু করছেন বলে তিনি জানান।
বেনাপোল কাষ্টমসের হাউজের অতিরিক্ত কমিশনার সৈয়েদ নেয়ামুল হক জানান, কাষ্টমস কোন নতুন নির্দেশনা জারি করেনি। কিছু ব্যবসায়ী অতিরিক্ত সুযোগ না পেয়ে ফল আমদানিতে অযুহাত খাড়া করেছেন। কার্টুনের ওজন ও শুল্ক আরোপের বিষটি সঠিক নয় বলে দাবী করেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন