নড়াইল সদর হাসপাতালে অর্ধেক মাথার খুলি নিয়ে ছেলে শিশুর জন্ম!

নড়াইল সদর হাসপাতালে অর্ধেক মাথার খুলি নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি জীবিত আছে। নড়াইল সদর হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের প্রীতম সরকারের স্ত্রী নিপা সরকার (২৬) এই ছেলে শিশুটির জন্ম দিয়েছেন।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান,সদ্যজাত শিশুটির মাথার খুলির উপরের অংশ নেই। শিশুটি গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ভাইরাস সংক্রমণের কারনেই নবজাতকটি মাথার খুলি পরিপূর্ণ হয়নি। মায়ের শরীরে থাকা ভাইরাসের সংক্রমণ বাচ্চার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (২০) অক্টোবর সকালে নড়াইল সদর হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সাধারণত এই ধরনের নবজাতক বাঁচে না। মায়ের শরীরে কি ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেটা পরীক্ষা করে ছাড়া বলা সম্ভব নয়। তবে শিশুটির মা সুস্থ আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















