বিনা বিচারে হত্যা নিয়ে মার্কিন সিনেটরদের প্রস্তাব লজ্জাজনক: ফখরুল
দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা নিয়ে মার্কিন সিনেটেরদর প্রস্তাব লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ডিআরইউ কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে প্রধান অতিথির বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে যে আইনগুলো তৈরি করা হয়েছে; সেগুলো স্বাধীন গণমাধ্যমের কাজ করার জন্য উপযোগী নয়। ভিন্নমতকে সহ্য করার যে সহনশীলতা সেটা ধীরে ধীরে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।
তিনি বলেন, স্যাংশন দেওয়ার অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। আমাদের দুঃখ হয় আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পেক্ষিতে এই বিষয়গুলো আজকে বিদেশের কাছে যাচ্ছে, বিশ্বসভার কাছে যাচ্ছে, যা আমাদের জন্য কখনোই সুখকর বিষয় নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন