৭ মাস পর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন
১ নভেম্বর রবিবার থেকে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে। বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।
করোনাভাইরাস মহামারীর কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে।
সড়ক পথে সাতক্ষীরা দিয়ে এবং নদী পথে খুলনা ও বাগেরহাট দিয়ে সুন্দরবনের নয়নাভিরাম সৌন্দর্য অবলোকন করতে পারবেন পর্যটকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন