জয়ের পথে বাইডেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা
নাটকীয় নির্বাচন শেষে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের পথে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অপরদিকে ২১৪টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ৫৩৮ আসনের ‘ইলেক্টোরাল কলেজ’-এ ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে পারেননি কেউই।
খবর এএফপি’র।
এদিকে, সর্বশেষ ভাগ্য নির্ধারণকারী চারটি অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প টিম। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ভোট গণনায় আইনি চ্যালেঞ্জ জানান বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ততক্ষণে মিশিগান ও উইসকনসিন রাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে। ফলে এ দুটি অঙ্গরাজ্য মিলে মোট ২৬টি ইলেক্টোরাল কলেজ ভোট চলে গেছে ডেমোক্র্যাট প্রার্থীর ঘরে।
এদিকে জর্জিয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে দুই প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে বাইডেনের পক্ষে ভোট পড়েছে ৪৯.১২ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের পক্ষে ৪৯.৬৫ শতাংশ। এখনও অঙ্গরাজ্যটিতে ভোট গণনা চলছে।
জর্জিয়ায় ইলেক্টোরাল কলেজ ভোট আছে ১৬টি। আর নির্বাচনে জিততে বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। ফলে সেখানে জিতলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী। তবে বাইডেনকে এত সহজে ছেড়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। জর্জিয়াসহ চার অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধ করার জন্য আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন