করোনা: ‘এ শীতে নয়, আগামি শীতে স্বাভাবিক হবে জনজীবন’
গ্রীষ্মে করোনা ভাইরাসের ভ্যাকসিন উল্লেখযোগ্যহারে কাজ করবে। আগামি শীত থেকে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে। বায়োএনটেকের ভ্যাকসিন উদ্ভাবক অধ্যাপক উগুর সাহিন এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এ শীতেও আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কারণ সংক্রমণরোধে ভ্যাকসিনের খুব একটা প্রভাব থাকছে না।
গত সপ্তাহে বায়োএনটেক এবং তাদের সহযোগী উদ্ভাবক প্রতিষ্ঠান ফাইজার তাদের ভ্যাকসিন ট্রায়ালের প্রাথমিক তথ্য-উপাত্যের ভিত্তিতে জানায়, তাদের তৈরি ভ্যাকসিন করোনা সংক্রমণরোধে ৯০ শতাংশ কার্যকর। করোনা আক্রান্ত প্রথম ৯০ জন স্বেচ্চাসেবীর ওপর চালানো পরীক্ষার ফলাফল এগুলো।
তাদের এ ট্রায়ালে ৪৩ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে। সবার ফলাফল এখনো জানা যায়নি।
চলতি বছরের শেষের দিকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাজ্য। আরও ৩ কোটি ডোজের অর্ডার ইতোমধ্যে দিয়েছে দেশটি। আক্রান্তদের চিকিৎসায় তিন সপ্তাহের মধ্যে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন