মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ
নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণিতে আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। মাধ্যমিক পর্যায়ে এই বিভাগ বিভাজন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০ পাসের আগে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সমন্বিত কারিকুলাম হচ্ছে, যা কার্যকর হবে ২০২২ সাল থেকে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে। এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি প্রকাশ করব। সেখানে কিন্তু সকল ধরনের শিক্ষার্থী, সেখানে আমরা এই যে নবম-দশম শ্রেণিতে, মাননীয় প্রধানমন্ত্রী দিক-নির্দেশনায় আমরা এই বিজ্ঞান, মানবিক ও ব্যবসা এই বিভাগগুলোকে আমরা আর নবম-দশম শ্রেণিতে রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের এই ১০টি বছর শেষ করবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন