৪৩তম বিসিএসে নিয়োগ পাবে ১৮১৪ জন
চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের পর ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে সরকার।
৪৩তম বিসিএসের মাধ্যমে ওইসব পদে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চাহিদা অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
এখন পিএসসি ৪৩তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে এর মধ্যে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করা হয়েছে। চলতি মাসেই বিশেষে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন