পঞ্চগরের তেঁতুলিয়ায় নারীর আত্মহত্যা
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে রাবেয়া (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছে।
ওই নারী উপজেলার ৭নং দেবনগড় ইউপি’র পাঠান পাড়া গ্রামের কাশিম উদ্দীনের ছেলে নুরুর স্ত্রী। ৭ ডিসেম্বর ২০২০ সোমবার বিকেলে উক্ত আত্মহত্যার ঘটনাটি ঘটে।
জানাগেছে, রাবেয়া তিন মাসের দাম্পত্ত স্ত্রী। আত্মহত্যাকৃত রাবেয়ার বাপের বাড়ি ওই উপজেলার শালবাহান ইউপির শালবাহান রোড মাঝিপাড়ায়।
এলাকাবাসি সূত্রে জানাযায়, নুরু পেশায় একজন দিনমুজুর কৃষক। তার তিন মাস হল বিয়ে করেছেন। আজ বিকেলে তার স্ত্রী রান্নবান্না করার জন্য মাছ কাটার ফাঁকে কখন কিভাবে গলায় ফাঁস লাগিয়েছে পরিবারের কেউ দেখতে পায়নি। অনেক খোঁজাখোজির পর ঘরে দেখতে পায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ।
তিন মাসের বিবাহিত স্ত্রীর আত্মহত্যা কেন হইলো এলাবাবাসি ও পরিবারের লোকজনদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সরিফুল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়ে শোনছেন এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কাছ থেকে মুঠোফোনে জানাতে চাইলে, সে আত্মহত্যার বিষয়ে অবগত হয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন বিষয়টি ঘটনাস্থলে যাওয়া ফোর্সগণ দেখবেন জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন