চাঁদপুর আ.লীগ নেতার সাথে সৌজন্য সাক্ষাত বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেক্রেটারির
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলমের সাথে শনিবার বিকেলে সৌজন্য সাক্ষাত করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য ফেরদৌসী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লনি খলিফা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ সহ নয়াকান্দি গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উল্লেখ্য, গত ০১/১২/২০ তারিখ চাঁদপুর জেলা আওয়ামীলীগ মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার লক্ষে বীর মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহাঙ্গীর আলম মাস্টার, আলাউদ্দিন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মাস্টারকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরষিদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন