রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর টহলে সন্ত্রাসী হামলা, পাল্টা গুলিতে নিহত ১
রাঙামাটিতে টহলরত নিরাপত্তা বাহিনী ওপর হামলার ঘটনায় পাল্টা গুলিতে একজন নিহত হয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কাপ্তাই জীবতলি সেনা ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়নের সদস্যরা টহলে থাকাকালীন তাদের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীও নিজেদের আত্মরক্ষায় গুলি চালালে মিল্টন চাকমা (৪৮) নামের এক সন্ত্রাসী নিহত হন। তার অন্য সহযোগীরা এ সময় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
নিহত মিল্টন চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন