হারিয়ে গেছে ৬ বছরের মিমি, ঠিকানা বলতে পারে না
হারিয়ে যাওয়া ছয় বছরের মেয়ে শিশু মিমির বাবা-মায়ের সন্ধান চেয়েছে পুলিশ। মিমি বর্তমানে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
মিমির গায়ের রঙ কালো ও উচ্চতা তিন ফুট তিন ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের প্রিন্টের ফ্রক ও সাদা সোয়েটার।
সোমবার (১৪ ডিসেম্বর) কারওয়ান বাজার এলাকায় তাকে খুঁজে পান আম্বিয়া (৫০) নামের এক নারী। এরপর তিনি তাকে তেজগাঁও থানায় নিয়ে আসেন। থানা পুলিশের কাছে শিশুটি তার মায়ের নাম বিমলা ও বাবার নাম রমজান বলে জানায়।
শিশুটি তার ঠিকানা বলতে না পারায় তেজগাঁও থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। তেজগাঁও থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শিশুটির কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ডিউটি অফিসার- মোবাইল ফোন নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর- ০২৯১১০৮৫।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন