সাতক্ষীরায় শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জামাতা!- অভিযোগ শ্বশুরের

শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আশাশুনির প্রতাপনগর এপিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাও. ওহিদুজ্জামান।
এমনই অভিযোগ ও ঘটনায় প্রতিকার চেয়ে ওহিদুজ্জামানের শ্বশুর সোহরাব উদ্দীন গাজী প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি জাকির হোসেনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহরাব উদ্দীন গাজীর স্ত্রীর সাথে মাও. ওহিদুজ্জামানের অবৈধ সম্পর্ক ছিলো। এই অবৈধ সম্পর্ক বজায় রাখতে মাও. ওহিদুজ্জামানের সাথে কৌশলে নিজ কন্যাকে বিয়ে দেন সোহরাব উদ্দীন গাজী স্ত্রী মোমেনা খাতুন। এরপর থেকে জামাতার যৌন ক্ষুধাও নিবারণ করে আসছিল মোমেনা।

অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী সোহরাব উদ্দীন কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায়ও দেখেন। এ বিষয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

অন্যদিকে, নিজের আপন ভাইঝির সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়েছেন ওহিদুজ্জামান। সেই সম্পর্কের ভিত্তিতে তার ভাইজি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিল, যা পরবর্তীতে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।

এ ঘটনায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে মাও. ওহিদুজ্জামানকে নোটিশ করা হলে তিনি সময় চেয়েছেন।

প্রতাপনগর এপিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শহীদুল্লাহ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সভাপতি সাহেব নোটিশ করেছিল। ঘটনা সঠিক কি না জানি না।

তবে, মাও. ওহিদুজ্জামানকে আপত্তিকর অবস্থায় আটকের পর তার স্ত্রী বাড়িতে থাকে না এবং সোহরাব উদ্দীন দীর্ঘদিন ধরে কান্নাকাটি করে বেড়ান বলে জানা গেছে।