সাতক্ষীরায় দু’টি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেঁটে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজার সংলগ্ন ধানদিয়া কমিউনিটি ক্লিনিক ও বেলা ২টার দিকে ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত।
সম্প্রতি ওই দু’টি কমিউনিটি ক্লিনিকের (সিসি) নতুন ভবন নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন (সিএস) ডাক্তর হুসাইন শাফায়াত বলেন, “প্রান্তিক জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের ইতোমধ্যে কৃতিত্বের সাক্ষর রেখেছে। বিনামূল্যের ওষুধ, স্বাস্থ্য পরামর্শসহ সরকার প্রদত্ত স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করা হয়। সুতরাং সেবাদাতা ও সেবা গ্রহিতাদের পারষ্পারিক সদাচরণ গুরুত্বপূর্ণ। সরকার কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামোগত উন্নয়ন করছেন। ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’-প্রতিপাদ্যে চলমান এসকল ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ নিরলস কাজ করে যাচ্ছেন।”
পৃথক ক্লিনিকের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার মাহাদী আল মাসুদ।
সেসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ, সেনিটারি পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) তরুন রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) বিকাশ কুমার ঘোষ, ধানদিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাজমা খাতুন, রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাজিব হোসেন, জয়নগরের ইউপি সদস্য খালিদ হাসান টিটু, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মিজানুর রহমান প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত কলারোয়া উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিদর্শনে আসেন। পরে তিনি জয়নগরের ধানদিয়া সিসি ও সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সিসি’র নতুন ভবন উদ্বোধন করেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন