মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে : দীপংকর তালুকদার এমপি
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম নয়, কিন্তু সঠিক তথ্যের অভাবে সে সব বিষয় তোলে আনা সম্ভব হয়নি, তবে পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস তোলে আনার চেষ্টা করছি।’
বুধবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্নেল ইমরান ইবনে এ রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণবৃন্দ।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ ও মাতৃকার টানে যুদ্ধ করেছিল, তাদের কারণেই আমরা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।’
ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহবান জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন