বর্ণিল সাজে সেজেছে কলকাতার পার্কস্ট্রিট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/IMG_20201224_125941.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বড়দিনের। বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন হবে। আর এই দিনটি মানেই কলকাতার পার্কস্ট্রিট। আলো আর উজ্জ্বলতায় বিশ্ববাসীর নজর কাড়ে মাত্র দুই কিলোমিটারের এ রাস্তাটি। সেখানে এখন উৎসবের আমেজ।
শিশু নাদিয়া পৃথিবীর আলো দেখেছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু সেও বাবা-মায়ের কোলে হাজির পার্কস্ট্রিটের আলোর ঝলকানি দেখতে। হ্যাঁ, একদমই তাই। মুখে বলে সত্যিই আলোর জাদুর কথা বোঝানো যাবে না। বুঝতে হলে আসতেই হবে কলকাতার ঐতিহ্যবাহী পার্কস্ট্রিটের এই রাস্তায়।
নানা রঙের আলো আর আলোর ছটায় যেন অন্য জগৎ খুঁজে পাওয়া যায় এখানে। তাই ওই ছোট শিশুর মতোই আগামী কয়েক দিন এই প্রজন্মের ঠিকানাও পার্কস্ট্রিট।
এক পর্যটক বলেন, লকডাউনের কারণে এখানে অনেক দিন আসতে পারিনি। তবে বড়দিনের আয়োজন উপলক্ষে আসতে পেরে ভালো লাগছে।
মূলত অ্যাঙ্গলো-ইন্ডিয়ানদের এলাকা বলে পরিচিত পার্কস্ট্রিটে বহু বছর ধরে ক্রিসমাস উদযাপন হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হয়নি।
মহামারি কোভিডের কারণে চলতি বছরের ঈদ কিংবা পূজা কোনোটাই যেখানে নিজের মতো করে উপভোগ করা সম্ভব হয়নি। সেখানে বছর শেষে ক্রিসমাসকে উপভোগ করতে প্রস্তুত তিলোত্তমা কলকাতা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন