বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস
করোনা মহামারিতে ২০২০ সালে ক্রিকেটের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ৪৪ টি। এর মধ্যে ৪২ টি ম্যাচে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। বাদবাকি দুইটি ম্যাচের একটি ম্যাচে টাই হয়েছে, পরিত্যাক্ত হয়েছে অন্যটি।
ওয়ানডে ক্রিকেটের এমন সময়ে একটা বিষয় নিশ্চিত। ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন দাস। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবার উপরে।
তার পরের দ্বিতীয় অবস্থানেও রয়েছেন আরেক বাংলাদেশি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এক ইনিংসে তার সংগ্রহ ১৫৮ রান। চমক দেখিয়েছেন পল আয়ারল্যান্ড দলের স্টারলিং। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানটি নিজের করে নিয়েছেন।
তথ্য- ক্রিকইনফো
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন