অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
এছাড়া, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রীর শোক

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।
আবদুল কাদেরের অভিনয় মানুষের হৃদয় ছুঁয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, জীবনের আশা, আনন্দ ও বেদনার তীব্র অনুভূতি তিনি অনুপম অভিনয় শৈলীতে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও অনবদ্য অভিনয়ের কারণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ডা. মোঃ মুরাদ হাসান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।