শাহজালাল বিমানবন্দরে ২২টি সোনার বার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা সোনার ওজন আড়াই কেজির বেশি।
সোমবার (২৮ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার করে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে।
পরে সকাল সোয়া ৭টায় দুবাই থেকে আসা BG-48 ফ্লাইটটি তল্লাশি করা হলে উক্ত ফ্লাইটের একটি সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের বক্সে লুকানো ২২টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ২.৫৫২ কেজি। বাজার মূল্য প্রায় ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন