পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার হাজার শিশুর মুখে হাসি ফুটালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিয়ান) এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এ বছরেও হিমালয়ের কনকনে শীতের দাপট যাওয়া পাদুর্ভাবে নতুন সোয়েটার পেয়ে হাসি ফুটলো সীমান্তের সুবিধা বঞ্চিত শিশুদের মুখে।

শনিবার (৯ জানুয়ারি ২০২১) সকাল সাড়ে ১০টায় দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে এক হাজার শিশুকে উপহার দেয়া হয় শীতের এই শীতবস্ত্র। নতুন সোয়েটার পেয়ে শিশুদের মুখে ফোটে উঠে হাসির ঝিলিক। প্রতি বছর এ দিনটির অপেক্ষায় থাকে সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের শীতের নতুন এই শীতবস্ত্র উপহার দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কৃষক লীগের ঢাকা কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ও শিশুস্বর্গের পরিচালক কবীর আকন্দসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সীমান্তবর্তী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সুবিধা-বঞ্চিত, অসহায়-হতদরিদ্র শিশুদের নিয়ে কাজ করা, তাদের পাঠদানে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্রসহ সামাজিক উন্নয়নমুলক কাজে জাবিয়ান কর্তৃক পরিচালিত শিশুস্বর্গের কর্মকান্ডকে ধন্যবাদ জানান ও স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন।