সিলেটের সেই পুলিশ ফাঁড়িতে রং লেগেছে
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। সদ্য গত হওয়া ২০২০ সালের ১১ অক্টোবর থেকে তুমুল আলোচনায় আসে নগরীর গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি। গত অক্টোবর থেকে এ ফাঁড়িকে ঘিরে জনগণের মাঝে তৈরি হয় এক ধরণের আতঙ্ক। ফাঁড়ির বিতর্কিত পুলিশ সদস্যদের এড়িয়ে চলতে শুরু করেন জনসাধারণ।
আলোচিত ওই ফাড়িতে গত বছরের ১০ অক্টোবর দিবাগত (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে (৩৪) পুলিশ ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এর ফলে ১১ অক্টোবর সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়হান।
পরিবারের অভিযোগ ছিল- মাত্র ১০ হাজার টাকা ঘুষের জন্য রায়হানকে মেরে ফেলে পুলিশ।
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুনভাবে রং করা হচ্ছে।
বদলানো হয়ে সাইনবোর্ড। আলোচিত এই ফাঁড়ির দেয়াল, গ্রিল ও দরজা-জানালার রং উঠে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল বৈদ্যুতিক বাতির সাইনবোর্ড। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে- এ ফাঁড়ির দেয়াল ও দরজা-জানালায় দেয়া হয়েছে নতুন রং। লাগানো হয়েছে নতুন নিওনসাইন।
তবে রঙের কাজ এখনও শেষ হয়নি বলে জানালেন এ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিন। তিনি বলেন, চারদিন ধরে রঙের কাজ চলছে। শেষ হতে কয়েকদিন সময় লাগবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ বিষয়ে বলেন, এসএমপি কর্তৃপক্ষের উদ্যোগেই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুনভাবে রং করানো হচ্ছে। রঙের প্রয়োজনও ছিল, সর্বোপরি নতুন করে রং দেয়াতে এ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে সবকিছু পেছনে ফেলে নতুন করে উদ্যম তৈরি হবে।
পাশাপাশি ফাঁড়িটির পরিবেশের পরিস্কার-পরিচ্ছন্নতাও রক্ষা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন