মালয়েশিয়ায় ৮ মাসের জরুরি অবস্থা জারি!
মালয়েশিয়ায় ক্রমবর্ধমান কোভিড-১৯ মহামারি রোধে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে আগামী ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ। স্থানীয় সময় মঙ্গলবার রাজ প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে রাজ পরিবারের রয়েল হাউজিং দাতুক আহমেদ ফাদিল শামসুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন সোমবার সন্ধ্যায় রাজার সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বিশেষ ভাষণ দেবেন।
তিনি বলেন, রাজা আদেশ দিয়েছেন যে, করোনা আক্রান্তের সংখ্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও কমিয়ে আনা যেতে পারলে জরুরি অবস্থা জারির মাধ্যমে। জনগণের সুরক্ষা ও জাতির স্বার্থে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন