কালিগঞ্জে কারেন্টর শর্ট সার্কিটের আগুন থেকে বসত ঘর পুড়ে ছাঁই!
বৈদ্যুতিক শট সার্কিটের ফলে এক ভ্যান চালকের বসত বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার রাতে ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।
সন্যাসীর চক গ্রামের ভ্যান চালক কামাল হোসেন জানান, তক্তার বেড়া ও গোলপাতার বসত ঘরে তিনি বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তিনি দু’ সন্তানকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে তিনি বাইরে থেকে আগুন আগুন চিৎকারে জেগে ওঠেন। দু’ সন্তানকে নিয়ে কোন রকম ঘরের বাইরে আসতে পারলেও স্থানীয়দের আগুন নেভানোর আগে ঘরের মধ্যে থাকা তার সংসারের সকল জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
বৈদ্যুতিক শটসার্কিটের ফলে এই আগুল লাগতে পারে বলে তিনি মনে করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, তিনি লোকমুখ বিষয়টি শুনলেও কেউ তার কাছে এ নিয়ে অভিযোগ করেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন