সাতক্ষীরায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
শহিদ খান কে. সি. এফ বৃত্তি প্রকল্পের আওতায় সাতক্ষীরায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরে পলাশপোলস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশন পরিবারের মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
কে.সি.এফ এর সিনিয়র সহ সভাপতি মো. আফরোজার রহমান খান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আনিছ খান চৌধুরী (বকুল), যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান খান, সহ সম্পাদক মো. তারেকুজ্জামান খান, তৈয়ব হাসান বাবু, আসাদ খান চৌধুরী, সাম্মু খান চৌধুরী, আশিকুজ্জামান খান, ফয়েজ খান চৌধুরী, কোষাধ্যক্ষ মুস্তাকুর রহমান খান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তির নগত অর্থ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইখতিয়ার হোসেন খান চৌধুরী ছট্রু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন