মার্চে হচ্ছে না ইউপি নির্বাচন!
চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে নির্ধারিত সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করার পর ভোট করবে ইসি। এদিকে পুরনো ভোটার তালিকায় নির্ধারিত সময়ের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ সম্ভব নয়। এতে জটিলতা সৃষ্টি হতে পারে।
এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রয়েছে। এসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁকা নাও থাকতে পারে।
ইস সূত্র জানিয়েছে, ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে ৪ হাজার ১০০ মতো ইউপিতে ভোট হবে। আর ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে ভোট হবে না। এছাড়া গতবারের মতো আসন্ন ইউপির ভোটগ্রহণ হবে দলীয় প্রতীকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন