শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
জানা যায়, দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএসের এক বিবৃতিতে বলা হয়, ‘এতে ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ভূমিকম্পের সময় পশ্চিম ভিসায়াসের ইলয়লো নগরীর বাসিন্দারা আতংকে ঘরবাড়ির বাইরে চলে আসে। এতে অনেকের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
দেশটির পুলিশ বিভাগের কর্মকর্তা কর্নেল এরিক ডাম্পেল এএফপি’কে বলেন, ‘এটি ছিল একটি শক্তিশালী ভূমিকম্প। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে।’
খবরে বলা হয়, ‘সেখানের প্রায় সকলে তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এখন পর্যন্ত তার বাইরে অবস্থান করছেন।’
এদিকে পূর্ব ভিসায়াসের বাসিন্দারা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী হলেও এটি ছিল খুবই ক্ষণস্থায়ী।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন