ময়নাতদন্তে ধর্ষণের আলামত, একসঙ্গে দুই বোনের আত্মহত্যা
রংপুরে আড়াই বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া দুই বোনই ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মেরাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সে জানায়, দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দুজনকেই ধর্ষণ করে সে। পরে বিষয়টি দুই বোনের কাছে জানানানি হলে তারা একসঙ্গে আত্মহত্যা করে।
ময়নাতদন্ত রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। পুলিশ সূত্র জানায়, সাদিয়া আকতার অন্নি (১৫) ও লুৎফন নাহার লাতুল (১৪) খালাতো বোন ছিল। তারা নগরীর শেখপাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকত। বসিরন নেছা স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ত তারা। প্রতিবেশী মেরাজুল ইসলাম প্রতারণার মাধ্যমে দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের দুজনকেই সে নিয়মিত ধর্ষণ করত। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি সে দুই বোনকে একইদিন ধর্ষণ করে। এ ঘটনা দুই বোনই দেখে ফেলে। পরে লোকলজ্জায় দুই বোন বিষপানে আত্মহত্যা করে। ময়নাতদন্তে তাদের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়।
এ ঘটনা তদন্ত করে থানা পুলিশ ব্যর্থ হলে আড়াই বছর আগে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে পিবিআই তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করে। ওই ঘটনায় জড়িত প্রতিবেশী মেরাজুল গ্রেফতার এড়াতে ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হলে পিবিআই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রকৃত ঘটনা স্বীকার করে সে। পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন