ঢাকায় তিনদিনের এক্সেস টু ফিনান্স প্রশিক্ষণ
ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে শুরু হল ‘এসএমই খাতের এক্সেস টু ফিনান্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ যৌথভাবে আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং অরোরা এন্ড কোং।
শনিবার সকালে অরোরার প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টেকনিক্যাল কম্পোনেন্টের টিম লিডার আলী সাবেত, অরোরা এন্ড কোং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ও অরোর এন্ড কোং এর উপদেষ্টা টি আই এম জাহিদ হোসেন।
এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে ২৫ তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। তিনদিনের এ কর্মশালায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা আর্থিক প্রতিষ্ঠান থেকে কিভাবে ঋণ লাভ করবেন তা হাতে কলামে এবং বিনামূল্যে শেখানো হবে। কর্মশালাটি পরিচালনা করছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম। এটি চলবে পহেলা মার্চ পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন