১ মার্চ সূবর্ণ জয়ন্তী উদযাপন নাগরিক কমিটি’র কর্মসূচীর উদ্বোধন
বাংলাদেশের স্বাধীনতা ৫০বছর উপলক্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীয় উদযাপন নাগরিক কমিটি বছর ব্যাপী নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিক অবস্থায় কমিটির পক্ষ থেকে মার্চ ২০২১ এর এক মাসের কর্মসূচী চুড়ান্ত করা হয়েছে। ১ মার্চ শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হবে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মার্চের চূড়ান্ত কর্মসুচী ঘোষনা করা হয়।
কর্মসুচীগুলো হলো : ১ মার্চ সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন, ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা, ৩ মার্চ স্বাধীনতার ইসতেহার পাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস উপলক্ষে আলোচনা সভা, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধে নারী”-শীর্ষক আলোচনা সভা, ২২ মার্চ মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা, ২৬ মার্চ জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও অন্যন্যদিনে বিভাগীয় শহরে আলোচনা সভা।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন নাগরিক কমিটি :
আহ্বায়ক : মো. মঞ্জুরুল হক সিকদার (ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ), সদস্য সচিব : এম. গোলাম মোস্তফা ভুইয়া (মহাসচিব, বাংলাদেশ ন্যাপ), যুগ্ম আহ্বায়ক : এনামুজ্জামান চৌধুরী ( বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা, জাসদ), যুগ্ম আহ্বায়ক : মো. মঞ্জুর হোসেন ঈসা (মহাসচিব, এনডিপি), যুগ্ম আহ্বায়ক : সৈয়দ মঈনুজ্জামান লিটু (সভাপ্রধান, গর্জো)
সম্মানিত সদস্য : জেবেল রহমান গানি (চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ), সম্মানিত সদস্য : খোন্দকার গোলাম মোর্ত্তজা (চেয়ারম্যান, এনডিপি) , সম্মানিত সদস্য : ভাষা সৈনিক রেজাউল করিম, সম্মানিত সদস্য : বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সম্মানিত সদস্য : অধ্যাপক ইকবাল হোসেন রাজু (রাজনীতিক)।
নির্বাহী সদস্য : অধ্যাপক সাদিয়া আহমেদ, গুলবদুনন্নেছা মতিন, আবদুর রহমান তপন, সুব্রত বারুরী, ব্যারিস্টার মশিউর রহমান গানি, অনামিকা আজমী, স্বপন কুমার সাহা, ফারহানা তুনা, আতিকুল ইসলাম, এহসানুল হক জসীম, কৃষক মো. মহসিন ভুইয়া, মো. মোশারফ হোসেন চৌধুরী, প্রকৌশলী সাইফুল ইসলাম, মো. কামাল ভুইয়া, প্রকৌশলী রেদোয়ান শিকদার, মো. শহীদননবী ডাবলু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, রাজু আহমেদ, কাজী শাহনাজ মিনু (নারী সংগঠক), মতিয়ারা চৌধুরী মিনু (কবি), রিভা আক্তার (নারী সংগঠক), মো. রেজাউল করিম রীবন (রংপুর), ডা. জসিমউদ্দিন মাহমুদ তালুকদার (চট্টগ্রাম), মাওলানা হাফেজ সানাউল্লাহ (চট্টগ্রাম), বাদল দাস (ফটোসাংবাদিক), প্রফেসর মনিরুজ্জামান খোকন (বরিশাল), রেশমা রহমান (বরিশাল), মো. মুছা (খুলনা), কাউছারী জাহান মঞ্জু (খুলনা), আল মামুন (খুলনা), জান্নাতুল ফেরদৌস জিনিয়া (কুষ্টিয়া), শাহারিয়ার ইমন (কুষ্টিয়া), নাজমুন নাহার মিনতি, মোসাম্মৎ জেসমিন সুলতানা (পিরোজপুর), হীরা ইমরান (চাদপুর), মোসাম্মৎ নাজমা আক্তার (রাজশাহী), এডভোকেট আবদুর রইস (সুনামগঞ্জ), শামিম আহমদ (সুনামগঞ্জ), ম. রুহুল আমিন (কুমিল্লা), পারভেজ হোসেন বাবু (কুমিল্লা), গোলাম ফারুক মজনু (বরগুনা), আর কে রিপন (বরগুনা), এডভোকেট জাহাঙ্গির আলম ফরাজী (চাদপুর), আনিছুর রহমান আনিছ (সিলেট), খালেদা ফেরদৌস (গাজীপুর), সৈয়দ মাহি (ফরিদপুর), রবিউল ইসলাম রবি (চুয়াডাঙ্গা), ওয়াদুর রহমান (নীলফামারী), মোফাক্কারুল ইসলাম পেলব (নীলফামারী), জগবন্ধু রায় (নীলফামারী), দেলোয়ার হোসেন (মাদারীপুর), শহীদুল ইসলাম (শরিয়তপুর), মারুফ সরকার (সিরাজগঞ্জ), কবি রোকসানা আমিন সুরমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন