ওজন পরিমাপে কারচুপি : পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে একটি পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগরীর পরীবাগ ও শাহবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় পরীবাগ এলাকায় পূর্বাচল ট্রেডার্সের পাম্পে দুটি অকটেন ও একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট সিলবিহীন অবস্থায় ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
এছাড়া শাহবাগ এলাকার মডেল সার্ভিস সেন্টার পরিদর্শনকালে পাম্পে ব্যবহৃত সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মো. আব্দুল্লাল আল মামুন ও পরিদর্শক মো. আল হাসনাত অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন