যশোরের শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও শিশু দিবস পালন
‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ১০১ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পুৱস্কাৱ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার সকল সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন