তিন নতুন মুখ ভারতের ওয়ানডে দলে
টি-টোয়েন্টিতে এক ইনিংস ব্যাটিং কারিশমা দেখিয়েই কপাল খুলে গেল সূর্যকুমার যাদবের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দলে আসা এই হার্ডহিটিং ব্যাটসম্যান এবার ডাক পেয়েছেন ভারতের ওয়ানডে দলেও।
সূর্যকুমারসহ ওয়ানডে দলে রয়েছে ৩ নতুন মুখ। বাকি দুজন হলেন-কর্ণাটকের পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন তারা।
সদ্যসমাপ্ত ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন কৃষ্ণ আর ক্রুনাল। সূর্যকুমার নজরে এসেছেন টি-টোয়েন্টির অভিষেক ইনিংসে ৩১ বলে ৫৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে।
বৃহস্পতিবার আহমেদাবাদে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যর ইনিংসে ভর করেই ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ইংল্যান্ডের লড়াই থামে ৮ উইকেটে ১৭৭ রানেই। ৮ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে বিরাট কোহলির দল।
ভারতের ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন