এনইউবিটি খুলনায় স্বাধীনতা দিবস পালন
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ ২০২১) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ১০ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে রেজিস্টার ড. মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. আনোয়ার হক জোয়াদ্দার।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। আজ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলিয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ মাহেন্দ্রক্ষণে উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি।
পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের প্রিন্সিপাল অফিসার রাশিদুল ইসলাম সবুজ এর সংঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন