যশোরে নারীদের ই-মার্কেটিং প্রশিক্ষণ
যশোরে শুরু হয়েছে ই-মার্কেটিং/ ই-কমার্স এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ফর দ্যা এসএমসিআই শীর্ষক
বিনামূল্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং অরোরা এন্ড কোং।
শনিবার সকালে জেলার প্রেসক্লাব মিলনায়তনে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।
কর্মশালাটিতে ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
এতে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবসা শুরু, বাজার
সম্প্রসারণ, উদ্যোক্তা পোর্টফোলিও ঙ্তরী, ঋণ লাভ, ই-কর্মাস ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পণ্যের
পেইজ তৈরি এবং বিপননসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজারজাত করণের যাবতীয় বিষয় বিনামূল্যে শেখানো
হচ্ছে।
এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিবের যশোর জেলা প্রেসিডেন্ট মোঃ সাকির আলি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের সিনিয়র এক্সপার্ট ফেরদে․স আহম্মেদ, অরোরা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান এবং প্রিজম প্রকল্পের ব্যবস্থাপক পিয়াস ভট্টাচার্য।
এটি চলবে ৩১ই মার্চ পর্যন্ত।
ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড প্রিজম প্রজেক্টের কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন