সিলেটে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
গত কয়েক দিনের সিলেটে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে প্রশাসনের টনক নড়তে শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে বার বার মানুষকে সচেতন করার প্রচার -প্রচারণা চালিয়ে গেলেও মানুষ তা মানতে অনিহা প্রকাশ করছে। শীত মৌসুমে সিলেটে প্রতিদিন পর্যটন কেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত আসছে দেশ বিদেশ থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক। ধরাণা করা হচ্ছে এসব পর্যটন কেন্দ্র থেকে ছড়াতে পারে করোনা। যার প্রেক্ষিতে বন্ধ করা হয়েছে সিলেটের সকল পর্যটন স্পট।
৩১ (মার্চ) সরকার থেকে এই নিদের্শনা জারি করা হয়েছে। ১লা এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য সরকারি এ নির্দেশনা অনুযায়ী পর্যটন কেন্দ্র ও আবাসি হোটেল গুলো বন্ধ থাকবে। তবে খাবার রেস্টুরেন্টেগুলোর উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার আলতাফ হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন