জনস্বার্থে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য দুঃখজনক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে জনস্বার্থে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের ব্যাপারে কারো কারো বিরূপ মন্তব্যকে অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী বুধবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফ্রিং-এ একথা বলেন।
পরিবহন মালিক-শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ অভিযোগ করলেও তা সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের দাবীতে, জনস্বার্থে এবং জনদুর্ভোগ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর মন্তব্য করছে, যা মোটেও সত্য নয়। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও তিনি জানান।
তথ্যবিবরণী-পিআইডি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন