লালমনিরহাটে মটর মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ
লালমনিরহাটে মটর মালিক সমিতির উদ্যোগে সাধারণ শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল (রবিবার) সকালে লালমনিরহাট মটর মালিক সমিতির কার্যালয়ে উপজেলার শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি ও সিপাত হোসেন মুন্নার সার্বিক সহযোগিতায় ৪ শত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
চাল,ডাল,আলু, সম্বলিত ত্রাণ সামগ্রি বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সভাপতি ও সদস্য মটর মালিক সমিতির সদস্য প্রভাষক শফিকুল ইসলাম,
শ্রমিকদের সাথে কথা হলে তারা বলেন, লকডাউনের সময়ে গাড়ি চলাচল বন্ধ। তাই আমাদেরও দিন ভালো যাচ্ছে না। এসময় বাস মালিক সমিত আমাদের যে সহায়তা প্রদান করেলেন তাতে আমরা নেতাদের প্রতি কৃতজ্ঞ।
এ সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি ও মটর মালিক সমিতির সদস্য প্রভাষক শফিকুল ইসলাম বলেন, চলমান লকডাউনে মটর শ্রমিকরা কর্মহীন হয়ে পরায় অনেক কস্টে দিন কাটাচ্ছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টায় এই সময়ে তাদের পাশে দাড়াতে পেরেছি সেজন্য খুবই ভালো লাগছে।
এসয় তারা অন্যান্য শ্রমিকনেতা ও সমাজের বিত্তবানদের সাধারণ শ্রমিক এবং সকল শ্রেনীর কর্মীহীনদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন