গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘রং মেশানো’ লাচ্ছা সেমাই!

রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্যেই অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক রং মেশানো লাচ্ছা সেমাই তৈরি এবং বিক্রি করা হচ্ছে। ভেজাল খাদ্য তৈরি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মেহেদুল ইসলাম, চকেন্দাহার গ্রামের বিপুল, রাজু, হরিরামপুর নাকাই বাজারের পাশে বাবলু, পৌরশহরের বটতলীতে আব্দুর রাজ্জাক সোনারপাড়াসহ বিভিন্ন স্থানে লাচ্ছা তৈরির কারখানা স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল উপকরণ দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করে আসছে। সেইসাথে লাচ্ছা সেমাইয়ে মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং।
এছাড়া উপজেলার আরও ৫/৭টি পয়েন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পাম ও পোড়া তেলে ভেজে তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই। এসব সেমাই বিক্রিও হচ্ছে বিভিন্ন হাটবাজারে। ক্ষতিকারক রং মেশানো এসব ভেজাল খাদ্য খেয়ে লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।
শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের আবুল কাশেম অভিযোগ করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাজেদুল ইসলাম বলেন, ভেজাল খাবার খেলে পেটের পিড়াসহ বিভিন্ন রোগ হতে পারে। এছাড়া রং মেশানো খাবার খেলে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ জানান, শিগগিরই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















