করোনার মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ, কাশ্মীরে গ্রেফতার ২০
করোনার মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২০ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (১৫ মে) কাশ্মীরের ইন্সেপেক্টর জেনারেল বিজয় কুমার এই গণমাধ্যমকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
এছাড়া কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থাকে ব্যববহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে, সেদিকে তারা কড়া নজর রাখা হচ্ছে।
পুলিশ বলছে, জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাশত করবেন না।
শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি এঁকেছে। এদের মধ্যে একটি বড় অংশকে ‘এমন আর না করার শর্তে’ তাদের বাবা-মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেয়ার পরে ছেড়ে দেয়া হবে।
নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের অনেক দেশেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এর মাঝে জর্ডান, লেবানন, পাকিস্তান, তুরস্ক, কাতার, যুক্তরাজ্য উল্লেখযোগ্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন